বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

নিরাপত্তা চাই

বাংলাদেশের সর্বশেষ বিভাগীয় শহর রংপুর। সেখানে অন্যতম একটি বিদ্যালয় হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর সেই বিদ্যালয়ের পাশেই অবস্থিত বিশ্বরোড। আর আমাদের স্কুল যখন ছুটি হয় তখন স্কুলের সামনে অনেক ভিড় হয়। এতে আমাদের চলাচলে অসুবিধা হয়। গত বছর আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীর এক ছাত্রী ও তৃতীয় শ্রেণীর একজন ছাত্র মারা যায়। এতে বিদ্যালয়ের সামনে অনেক গাড়ি ভাংচুরও হয়। স্কুলের কয়েকজন গার্ড আমাদের রাস্তা পার হতে সাহায্য করে ঠিকই, তারপরও অনেক সমস্যা হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এ রাস্তায় অন্তত একজন ট্রাফিক পুলিশ দিয়ে আমাদের নিরাপদে বাসায় ফিরতে সাহায্য করুন।
এম জাওয়াহেরুল বারী
শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক
স্কুল ও কলেজ, রংপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন