বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

নিরাপত্তা চাই

বাংলাদেশের সর্বশেষ বিভাগীয় শহর রংপুর। সেখানে অন্যতম একটি বিদ্যালয় হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর সেই বিদ্যালয়ের পাশেই অবস্থিত বিশ্বরোড। আর আমাদের স্কুল যখন ছুটি হয় তখন স্কুলের সামনে অনেক ভিড় হয়। এতে আমাদের চলাচলে অসুবিধা হয়। গত বছর আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীর এক ছাত্রী ও তৃতীয় শ্রেণীর একজন ছাত্র মারা যায়। এতে বিদ্যালয়ের সামনে অনেক গাড়ি ভাংচুরও হয়। স্কুলের কয়েকজন গার্ড আমাদের রাস্তা পার হতে সাহায্য করে ঠিকই, তারপরও অনেক সমস্যা হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এ রাস্তায় অন্তত একজন ট্রাফিক পুলিশ দিয়ে আমাদের নিরাপদে বাসায় ফিরতে সাহায্য করুন।
এম জাওয়াহেরুল বারী
শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক
স্কুল ও কলেজ, রংপুর

বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

রামসাগরেও পানি নেই!

উত্তরবঙ্গের অন্যতম পুরাকীর্তি হলো রামসাগর। দেখতে সাগরসুলভ এবং এর নাম 'রামসাগর'। এখানেও যে সুপেয় পানির অভাব রয়েছে তা কতজন মানুষ জানে! রামসাগরে পানি থাকলেও পানি নেই আশপাশ কোথাও। এখানে খাওয়ার পানির খুবই সংকট। আমি কয়েকদিন আগে রামসাগরে বেড়াতে যাই। সেখানে রান্নার সময় এটির অভাব দেখা যায়। সেখানে যদিও একটি কল আছে তবুও তাতে পানি নিতে গেলে দিতে হয় বিশাল লাইনের পাড়ি। অত বড় লাইন পাড়ি দেওয়া আমাদের কারও সাধ্য ছিল না। তাই সবাই ভাবলাম, রামসাগরের পানি নিতে হবে। কিন্তু সেখানেও তো ঝামেলা। সেখানে কুকুরও গোসল করে। ওই পানি তো আর খাওয়া যায় না। আর উপায় না থাকায় লাইনে দাঁড়িয়েই পানি নিলাম। তারপর রান্নার কাজ শেষ হলো।
শুধু যে পানির অভাব তা নয়, আরও একটি জিনিসের অভাব আছে। তা হলো স্বাস্থ্যসম্মত পায়খানার। পায়খানাটি পুরোপুরি অস্বাস্থ্যসম্মত। এছাড়া জায়গাটিতে আছে অনেক সমস্যা। আমি বন বিভাগের কাছে অনুরোধ করব যে, দয়া করে রামসাগর জায়গাটি সংস্কার করুন এবং সমস্যাগুলোর সমাধান করুন।
এম জাওয়াহেরুল বারী
ধাপ, জেল রোড, রংপুর